Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যাট ফাঁকি দিয়েছে সানজি স্টিল ও প্রতীক সিরামিকস


১৮ ফেব্রুয়ারি ২০১৯ ২০:০১ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৩১

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সানজি স্টেইনলেস স্টিল ও প্রতীক সিরামিকসের ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন করেছে ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেট। দুই কোম্পানির ফাঁকি দেওয়া মোট ভ্যাটের পরিমাণ প্রায় পৌনে ২ কোটি টাকা।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেটের কমিশনার ড. মইনুল খান।

কমিশনার জানান, ভ্যাটের দু’টি অডিট দল (ঢাকা পশ্চিম) সোমবার সানজি স্টেইনলেস স্টিল ও প্রতীক সিরামিকস লিমিটেডের ভ্যাট ফাঁকি উৎঘাটন করেছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠান দু’টিকে বিশেষ অডিটের আওতায় এনে ভ্যাট সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করা হয়। প্রতিবেদনে দেখা যায়, সানজি তাদের স্টিল পাইপ তৈরির কাঁচামাল চট্টগ্রাম কাস্টম হাউজ দিয়ে আমদানি করলেও তা ভ্যাটের ক্রয় রেজিস্টারে এন্ট্রি করা হয়নি। এতে প্রকৃত উৎপাদন গোপন করা হয়েছে।

এছাড়া, প্রতিষ্ঠানের সিএ ফার্মের রিপোর্ট পর্যালোচনায় দেখা যায়, কোম্পানির নিজস্ব বিভিন্ন ধরনের খরচের ওপর প্রযোজ্য ভ্যাট উৎসে কর্তন করা হয়নি। এই দুই উপায়ে ১ কোটি ৫৯ লাখ টাকার ভ্যাট ফাঁকির তথ্য পাওয়া গেছে। এই প্রতিষ্ঠানর অডিটের সময়কাল ২০১৫-১৬ থেকে ২০১৭-১৮ পর্যন্ত। পাঁচ সদস্যের বিশিষ্ট অডিট দলের নেতৃত্বে ছিলেন সহকারী কমিশনার জুয়েলা খানম।

ড. মইনুল আরও জানান, প্রতীক সিরামিকসের ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ পর্যন্ত সময়ের অডিটে দেখা যায়, বিভিন্ন ধরনের উৎসে ভ্যাট কর্তন করার বাধ্যতামূলক হলেও তা করা হয়নি। প্রতিষ্ঠানের সিএ ফার্মের রিপোর্ট পর্যালোচনায় এই তথ্য বের হয়ে আসে। এতে ১৩ লাখ টাকার ভ্যাট ফাঁকি হয়েছে। এখানে উল্লেখ্য, কোম্পানির নিজস্ব কেনাকাটা বা সরবরাহ গ্রহণের ওপর ভ্যাট কেটে ট্রেজারিতে জমা করার বিধান রয়েছে। কিন্তু এক্ষেত্রে তা করা হয়নি।

বিজ্ঞাপন

প্রতীক সিরামিকসের ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটনের অডিট দলে ছিলেন তিন রাজস্ব কর্মকর্তা। রাজস্ব কর্মকর্তা হারুনর রশিদ দলের নেতৃত্ব দেন। এই উভয় প্রতিষ্ঠানে সর্বমোট ১ কোটি ৭২ লাখ টাকার ভ্যাট ফাঁকি হয়েছে। এদের বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করা হয়েছে।

সারাবাংলা/এসজে/টিআর

প্রতীক সিরামিকস ভ্যাট ফাঁকি সানজি স্টেইনলেস স্টিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর