Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু, বাসে আগুন


১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৫২ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:০৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নওগাঁ: নওগাঁর মান্দায় বিআরটিসির যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার ( ১৮ ফেব্রুয়ারি ) দুপুরে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার কুসুম্বা বারুইপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে সেলিম হোসেন (৩২) ও বারিল্যা গ্রামের রফিকুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৪০)। এসময় আহত হয়েছেন রামনগর গ্রামের মৃত শুকুর আলীর মসলেম উদ্দিন (৪১)।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, দুপুরে মোটরসাইকেলে চেপে দেলুয়াবাড়ি গরুহাটি মোড় হয়ে মহাসড়কে উঠছিলেন সেলিম ও শফিকুল। এসময় নওগাঁ থেকে রাজশাহীগামী বিআরটিসির একটি বাস তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান সেলিম হোসেন। পরে বাকী দুজনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান শফিকুল ইসলাম।

এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বিআরটিসির বাসটিতে আগুন ধরিয়ে দেন এবং বাসের চালক কার্তিক চন্দ্র ঘোষকে (৫৬) আটক করে পুলিশে সোপর্দ করেন।

সারাবাংলা/এসএমএন

বিআরটিসির বাসের চাপায় মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর