Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী ব্যাংক ও ডিএইচএলের মধ্যে চুক্তি সই


১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:২৯

।। সারাবাংলা ডেস্ক ।।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ডিএইচএল ওয়ার্ল্ডওয়াইড এক্সপ্রেস (বিডি) প্রাইভেট লিমিটেডের মধ্যে ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস সার্ভিসেস সংক্রান্ত এক চুক্তি সই হয়েছে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উল আলমের উপস্থিতিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ আলী এবং ডিএইচএলের কান্ট্রি ম্যানেজার মো. মিয়ারুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের ডিএমডি আবু রেজা মো. ইয়াহিয়া, জে কিউ এম হাবিবুল্লাহ এফসিএস, তাহের আহমেদ চৌধুরী, মুহাম্মদ কায়সার আলী ও হাসনে আলম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল জব্বার, তাহের আহমেদ ও মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলম এবং ডিএইচএলের সেলস ম্যানেজার মো. নাইম চৌধুরী ও শেখ শহীদুজ্জামান এবং অ্যাকাউন্ট ম্যানেজার আল ফাত্তাহ মো. আজিমসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিআর

ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক ও ডিএইচএলের চুক্তি সই ডিএইচএল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর