Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে ৫ মাদক বিক্রেতার আত্মসমর্পণ


১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৫৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে পাঁচ মাদক বিক্রেতা আত্মসমর্পণ করেছেন। সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের কাছে আত্মসমর্পণ করেন তারা।

আত্মসমর্পণকারী মাদক বিক্রেতারা হলেন, উপজেলার জামতৈল গ্রামের আনোয়ার হোসেন কাঁঠাল, তার স্ত্রী বেদেনা বেগম, সাইফুল সরকার, তার স্ত্রী সাবিনা বেগম এবং রবি সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, আগামী ৩১ মার্চ কামারখন্দ উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা করা হবে। সেই কর্মসূচির অংশ হিসেবে মাদক বিক্রেতাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে উদ্বুদ্ধ করা হচ্ছে।  এরই ধারাবাহিকতায় মাদক বিক্রেতারা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে যাবার প্রতিশ্রুতি দিচ্ছেন। গত তিনদিনে মোট ১০ মাদক বিক্রেতা আত্মসমর্পণ করেছেন বলেও জানান তিনি।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য কামরুল হাসান আমিনুল, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএমএন

আত্মসমর্পণ মাদক বিক্রেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর