Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়াজ-ফেরদৌসকে নিয়ে এমন মন্তব্য করতেই পারি না: জায়েদ খান


১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩৬ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:১৫

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।

শিল্পী সমিতিতে যদি না থাকতেন তাহলে সিনেমায় তাদের কোন খবর থাকত না– দেশের জনপ্রিয় দুই চিত্রনায়ক রিয়াজ ও ফেরদৌসকে নিয়ে এমন একটি মন্তব্য করেছেন জায়েদ খান। চলচ্চিত্রের এই দুই নায়ককে নিয়ে করা মন্তব্যের কারণে সমালোচিত হচ্ছেন তিনি। তার এই কথার প্রেক্ষিতে মিশা সওদাগর এক রেডিও অনুষ্ঠানে বলেছেন, ‘রিয়াজ যেখানে শেষ করেছেন জায়েদ খান সেখানে পুরো জীবনে চেষ্টা করলেও যেতে পারবেন না।’

বিজ্ঞাপন

আসলেই কি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এমন কথা বলেছেন? জানতে যোগাযোগ করা হয় তার সঙ্গে। কথাটি শুনে যেন আকাশ থেকে পড়লেন তিনি। আত্মপক্ষ সমর্থন করে সারাবাংলাকে বললেন, আমি তাদের (রিয়াজ–ফেরদৌস) নিয়ে এমন মন্তব্য করতেই পারি না। তারা সিনিয়র অভিনয়শিল্পী। তাদের নিয়ে আমার নেতিবাচক মন্তব্য করার প্রশ্নই ওঠেনা। তারা বাংলা চলচ্চিত্রের কিংবদন্তিতুল্য। আমি তাদের অনুরোধ করে কমিটিতে এনে শিল্পী সমিতির নির্বাচন করেছি। আমার প্রতি তাদের ভালোবাসা ছিল বলেই আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন।’


আরও পড়ুন :  ভাষাশহীদ রফিককে নিয়ে টিভি নাটক


তিনি আরও বলেন, ‘ শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরের কথার সঙ্গে আমি একমত। আমি সাধনা করলেও তাদের অবস্থানে যেতে পারব না। যারা এমন গুজব ছড়াচ্ছেন তাদের প্রমাণ দেয়ার অনুরোধ করছি।’

শোনা যাচ্ছে, মিশা সওদাগর–জায়েদ খান কমিটির ওপর অনেক শিল্পী (যারা কমিটির সদস্য) নাখোশ। সম্প্রতি চিত্রনায়ক বাপ্পীর এটি ফেসবুক স্ট্যাটাসে তারই প্রমাণ পাওয়া যায়। এ বিষয়ে জায়েদ খান বলেন, ‘একটা কথা মাথায় রাখতে হবে, শিল্পী সমিতি সিনেমা বানায় না। আমি শিল্পী সমিতির নেতা, প্রযোজক সমিতির না। সুতরাং সিনেমা বানানো নিয়ে আমার কোন ভূমিকা থাকবে এটা ভুল। আমি শিল্পীদের কল্যাণে কাজ করছি। আমাদের মেয়াদে আমার যেসব উন্নয়ন করেছি তা আগে কখনও হয়নি। তারপরও আমি প্রযোজক সমিতির নেতাদের বলেছি, আপনারা সিনেমা নির্মাণ করেন। আমরা কাজে ব্যস্ত থাকতে চাই। কেউ যদি শিল্পী সমিতির কাছে সিনেমার কাজ চেয়ে বসে তাহলে তো আমার কিছু করার নেই।’

বিজ্ঞাপন

চলতি বছরের মে মাসে শেষ হবে বর্তমান কমিটির মেয়াদ। পরবর্তী তিন মাসের মধ্যে অনুষ্ঠিত হবে নির্বাচন। জানা গেছে, শাকিব খান–ডি এ তায়েব প্যানেলসহ আরও কয়েকটি প্যানেল নির্বাচন করতে পারে। এ বিষয়ে জায়েদ বলেন, ‘নির্বাচনের আগে অনেক কথাই শোনা যায়। চূড়ান্ত প্যানেল কয়টি হবে সেটা নির্বাচনের কিছু দিন আগে জানা যাবে। গতবার তিনটি প্যানেলের মধ্যে থেকে আমাদের প্যানেল (মিশা সওদাগর–জায়েদ খান) বিজয়ী হয়। সুতরাং যারা নির্বাচন করতে চাচ্ছেন তাদের স্বাগত জানাই।’

সারাবাংলা/আরএসও/পিএম


আরও পড়ুন :

.   আবারও বিতর্কিত কঙ্গনা

.   নির্মাতা সালাউদ্দিন লাভলু অসুস্থ, হাসপাতালে ভর্তি


আরও দেখুন :

ফাগুন হাওয়ায় ।। বিহাইন্ড দ্য সিন ।। ভিডিও স্টোরি

জায়েদ খান ফেরদৌস মিশা সওদাগর রিয়াজ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর