Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আধুনিক ও ডিজিটাল লাইব্রেরি দাবিতে ঢাবিতে ছাত্রলীগের মানববন্ধন


১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৩২ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৪৩

।। ঢাবি করেসপন্ডেন্ট।।

ঢাকা: ডাকসু নির্বাচন সামনে রেখে ৪৩ হাজার শিক্ষার্থীর চাহিদা পূরণ করতে সক্ষম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক, যুগোপযোগী, মানসম্মত, ডিজিটাল কেন্দ্রীয় লাইব্রেরী কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন করেছে ছাত্রলীগ।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে বারোটার দিকে ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরী সামনে এসব দাবীতে মানববন্ধন করে ছাত্রলীগ। মানববন্ধনে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ছাত্রদের দাবি আদায়ে যা কিছু প্রয়োজন ছাত্রলীগ তা করবে। শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে ছাত্রলীগ কোনো ছাড় দেয়নি, দেবেওনা। জন্ম থেকে ছাত্রলীগ ছাত্রদের অধিকার আদায়ে কাজ করে আসছে, সামনেও তা অব্যাহত থাকবে।

মানববন্ধনে বিভিন্ন ধরনের প্লাকার্ড দেখা যায়, যেখানে লেখা ছিল; বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে অফিসিয়াল ইমেইল এড্রেস চাই, ডিজিটাল বাংলাদেশে আমাদের ঠিকানা হবে du.ac.bd, লাইব্রেরীর ডিজিটাল ডাটাবেসে, এক্সেস চাই ঘরে বসে, বিশ্বের সাথে তাল মিলিয়ে, সকল বই এর লেটেস্ট ভার্সন চাই, আন্তর্জাতিক মান বজায় রাখতে, জার্নাল গুলোতে ফ্রি এক্সেস নিশ্চিত করতে হবে, দ্রুতগতির ইন্টারনেট সার্ভিস নিশ্চিত করতে হবে, যখন প্রয়োজন তখনই লাইব্রেরীতে এক্সেস চাই, বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়ন ‌করতে হলে, স্বয়ংসম্পূর্ণ লাইব্রেরী চাই, প্রতিটি ছাত্রকে জায়গা দিতে পারে এমন ধারন ক্ষমতার লাইব্রেরী ভবন চাই, স্বল্পমূল্যে লাইব্রেরীর প্রতি তলায় ‌পর্যাপ্ত প্রিন্টার এবং ফটোকপি মেশিন চাই ইত্যাদি।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেকে/জেএএম

ছাত্রলীগ ডিজিটাল লাইব্রেরি ঢা‌বি মানববন্ধন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর