Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্তিপূর্ণ পরিবেশে ডাকসু নির্বাচন চায় আ. লীগ


১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:২৮ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:৫২

।।  সিনিয়র করেসপন্ডেন্ট  ।।

ঢাকা: আওয়ামী লীগ মনে করে, দ্বিতীয় পার্লামেন্ট হিসাবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ( ডাকসু)’র নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করবে এবং নতুন নেতৃত্ব তৈরির ক্ষেত্রে অপরিহার্য ভূমিকা পালন করবে। দলটি চায়, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হোক।

রোববার ( ১৭ জানুয়ারি) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকে শেষে এসব কথা বলেন ডাকসু নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত দুই নেতা জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান। ঢাবির রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট সিনেট সদস্যদের সঙ্গে তারা এই বৈঠক করেন।

বৈঠকের শুরুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সূচনা বক্তব্য রাখেন। এরপর জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে প্রায় দুই ঘণ্টাব্যাপি রুদ্ধদ্বার বৈঠক হয়।

বৈঠক শেষে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘গত ২৮ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়নি। সেই ডাকসুর নির্বাচন আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে, দ্বিতীয় পার্লামেন্ট হিসাবে খ্যাত এই ডাকসু নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত এবং নেতৃত্ব তৈরির জন্য অপরিহার্য।’

‘আওয়ামী লীগ সেই কারণে এই নির্বাচনকে স্বাগত জানায়। আমাদের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সেই সুবাদেই ঢাকসুর ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছে’— বলেন জাহাঙ্গীর কবির নানক।

ঢাবির ছাত্র সংগঠনগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘একটি সুন্দর পরিবেশ বজায় রেখে সুন্দর সহাবস্থানের মধ্য দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে সকল ছাত্র সংগঠন। আমরা আজকে বসেছিলাম ঢাবির রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট সিনেট সদস্যদের সঙ্গে। দীর্ঘ সময় ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা করেছি।’

বিজ্ঞাপন

‘ডাকসু নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগ কি একক প্যানেল দেবে, না অন্যান্য ছাত্র সংগঠনগুলোর সাথে ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত প্যানেল দেবে?’— এমন প্রশ্নের জবাবে আব্দুর রহমান বলেন, মনোনয়ন জমা দেওয়ার তারিখ যেদিন তার আগে বাংলাদেশ ছাত্রলীগের প্যানেল সম্পন্ন হবে। আর চেতনার ঐক্য এবং গুণগত রাজনৈতিক মানের সাথে সুসম্পর্ক থাকলে তাদের সঙ্গেও মিলিতভাবে প্যানেল হতে পারে।’

সিনেট সদস্যদের সাথে বৈঠকের এজেন্ডা উল্লেখ করে আব্দুর রহমান বলেন, ‘তারা কিছু পরামর্শ দিয়েছে, আমরাও তাদের পরামর্শে সমৃদ্ধ হয়েছি। আমরা আমাদের কথা ও মতামত তাদের জানিয়েছি।’

ঢাবি ছাত্রসমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সুষ্ঠু এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশে ডাকসু নির্বাচন হোক— এটিই বাংলাদেশ ছাত্রলীগের কাছে কাম্য। পাশাপাশি এটাও চাই, সমস্ত ছাত্র সংগঠন এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করুক। এটিই আমাদের সকলের প্রত্যাশা।’

সারাবাংলা/এনআর/এজেড/আরএ

আওয়ামি লীগ ডাকসু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর