Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানবন্দর থেকে আন্তর্জাতিক প্রতারক চক্রের থাই সদস্য গ্রেফতার


১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০০:২৩

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: কোটি কোটি টাকা আত্মসাৎ করে পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। গ্রেফতারকৃতের নাম সমইয়োথ তানাপোল চাওপাকনাম ওরফে কিয়াতকাতি চাওপাকনাম।

রোববার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। চাওপাকনাম থাইল্যান্ডের নাগরিক। বিমানবন্দর ইমিগ্রেশনের পুলিশ সুপার ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, ২০১৭ সালে গুলশানে অবস্থিত ‘থাই রিক্রিয়েশন ক্লাব’ নামে একটি প্রতিষ্ঠান বিক্রি করার প্রস্তাব পেয়ে অমিত গ্রুপ নামে বাংলাদেশি একটি কোম্পানি তিন কোটি টাকায় তা কিনতে রাজি হয়। চুক্তিমতে প্রথম দফায় এক কোটি টাকা বায়না হয় বাকি টাকা প্রতিষ্ঠান হস্তান্তরের পর পরিশোধ করার কথা ছিল। কিন্তু দীর্ঘ দিন পার হলেও প্রতিষ্ঠান আর হস্তান্তর করেনি চাওপাকনাম। পাশাপাশি অমিত গ্রুপ কর্তৃপক্ষের সঙ্গে কোন যোগাযোগও রাখেনি সে।

পরবর্তীতে তার কোন খোঁজ না পেয়ে অমিত গ্রুপ কর্তৃপক্ষ জয়েন্ট স্টোক কোম্পানি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে খোঁজ নিয়ে জানতে পারে, চাওপাকনামের নামে কোনো শেয়ার নাই। সকল শেয়ার সে ২০১১ সালে আরেক ব্যক্তিকে হস্তান্তর করেছে।

অবশেষে কোম্পানি ঢাকা জজ আদালতে গত ১২ ফেব্রুয়ারি একটি মামলা করে অমিত গ্রুপ। আদালত মামলা গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করার নির্দেশ দেন।

আদালতের নির্দেশনা মোতাবেক পিবিআই ঢাকা মেট্টোর বিশেষ পুলিশ সুপার শাহাদাত হোসেন থাই নাগরিকের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন বিভাগে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতেই থাই নাগরিককে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

পিবিআই জানায়, গ্রেফতার হওয়া থাই নাগরিক একজন আন্তর্জাতিক প্রতারক চক্রের সদস্য। তার নামে আরও অনেক অভিযোগ আছে। কোটি টাকা প্রতারণা করে পালানোর চেষ্টা করছিল সে। তাকে আদালতে পাঠানো হবে।

সারাবাংলা/ইউজে/আরএ

আন্তর্জাতিক প্রতারক চক্র প্রতারক গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর