নির্মাতা সালাউদ্দিন লাভলু অসুস্থ, হাসপাতালে ভর্তি
১৭ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৩১ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০০:১০
।। এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট । ।
জনপ্রিয় নাট্য নির্মাতা এবং ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ১৭ ফেব্রুয়ারি রাতে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
সালউদ্দিন লাভলুর রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে গেছে। চিকিৎসকরা ধারণা করছেন তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বর্তমানে সালাউদ্দিন লাভলু ডা. জাকির হোসেন সরকারের অধীনে চিকিৎসাধীন আছেন।
সারাবাংলা/পিএম