Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীরে বিশেষ পদ্ধতিতে বাঁধা ছিল ১৮০ বোতল ফেনসিডিল


১৭ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৫৫

।। লোকাল করেসপন্ডেন্ট ।।

হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে ১৮০ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির নাম মনজুরুল ওরফে মনজুর। তিনি উপজেলার সাতকুড়ি গ্রামের বাসিন্দা।

রোববার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নওপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন সারাবাংলাকে জানান, হাকিমপুর সার্কেল সহকারী পুলিশ সুপার আখিউল ইসলামের তত্ত্বাবধানে হিলি সীমান্তবর্তী বোয়ালদার ইউনিয়নের নওাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় প্রথমে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তার শরীরে অভিনব কায়দায় বেঁধে রাখা ফেনিসিডিল জব্দ করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।

মনজুরের বিরুদ্ধে হাকিমপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএমএন

ফেনসিডিল উদ্ধার হিলি সীমান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর