Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাজাহান খানের দুই মিনিট!


১৭ ফেব্রুয়ারি ২০১৯ ২১:৪৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

সংসদ ভবন থেকে: সরকার দলীয় সংসদ সদস্য শাজাহান খানকে ৭১ বিধিতে নির্ধারিত দুই মিনিটের বেশি কথা বলার সুযোগ দেওয়ায় আপত্তি উঠেছে বিরোধী দল থেকে। তবে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া বলেছেন, শাজাহান খান বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বিষয়ে কথা বলছিলেন বলেই তাকে এক মিনিট বেশি সময় দেওয়া হয়েছে।

রোববার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে এসব ঘটনা ঘটে।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে রোববার সংসদের বৈঠকে ৭১ বিধিতে বক্তব্য দেন সরকার দলীয় সংসদ সদস্য শাজাহান খান। তিনি সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক ভাষণের স্থান সংরক্ষণের বিষয়ে বক্তব্য দিচ্ছিলেন। তিনি ফ্লোর নেওয়ার দুই মিনিট পর স্বয়ংক্রিয়ভাবে মাইক বন্ধ হয়ে যায়। এসময় স্পিকারের দায়িত্ব পালন করা ফজলে রাব্বি মিয়া তাকে আরও এক মিনিট সময় বাড়িয়ে দেন।

শাজাহান খানের বক্তব্য শেষ হলে ডেপুটি স্পিকার বলেন, ‘বঙ্গবন্ধুর বিষয়ে কথা বলেছেন বিধায় আপনাকে দুই মিনিটের বেশি কথা বলার সুযোগ দিয়েছি। ৭১ বিধিতে কথা বলা নির্ধারিত দুই মিনিটের মধ্যেই শেষ করতে হবে।’

এসময় বিরোধী দলের চিফ হুইপ মসিউর রহমান রাঙা মাইক ছাড়াই অতিরিক্তি সময় কথা বলতে দেওয়ার বিষয়ে আপত্তি জানান।

জবাবে ডেপুটি স্পিকার বলেন, ‘উনি (শাজাহান খান) বঙ্গবন্ধুর বিষয়ে কথা বলেছেন বিধায়ই তাকে দুই মিনিটের বেশি বলতে দিয়েছি। আপনি (রাঙা) কী বঙ্গবন্ধুর বিষয়ে কথা বলা নিয়ে আপত্তি করছেন! বঙ্গবন্ধুর কারণে আপনি চিফ হুইপ হতে পেরেছেন। তা না হলে আপনি চিফ হুইপ হতে পারতেন না।’

বিজ্ঞাপন

পরে মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘আমি বঙ্গবন্ধুর বিষয়ে কথা বলার জন্য আপত্তি করিনি। আমি বলতে চেয়েছি দুই মিনিটের বেশি কথা বলা নিয়ে। আমারও ৭১ বিধিতে নোটিশ আছে। সময়ের কারণে এর আগে আমি কথা বলতে পারিনি। সেই বিষয়টি বলতে চেয়েছি।’

বিজ্ঞাপন

সংসদের কার্য প্রণালী বিধি অনুযায়ী, ৭১ বিধিতে স্পিকারের অগ্রিম অনুমতিক্রমে কোনও সদস্য যে কোনও জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ের প্রতি মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করতে পারবেন এবং মন্ত্রী সংক্ষিপ্ত বিবৃতি দিতে পারবেন। কিংবা পরবর্তী কোনও সময়ে বা তারিখে বিবৃতিদানের ইচ্ছা জ্ঞাপন করিতে পারবেন। তবে শর্ত থাকে যে, গুরুত্ব অনুযায়ী শুধুমাত্র সেইগুলি সম্পর্কে প্রত্যেক নোটিশদাতা সদস্য ৭১(৫) বিধির বিধানাবলী সত্ত্বেও দুই মিনিট করে প্রতিটি সদস্য বক্তব্য রাখতে পারবেন।

সারাবাংলা/এএইচএইচ/এসএমএন

৭১ বিধি শাজাহান খান সংসদ অধিবেশন

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর