যত বাধাই আসুক গণশুনানি করবই: রব
১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৫৪ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৫২
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানি ঠেকানো যাবে না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি আ স ম আব্দুর রব। তিনি বলেন, ‘সরকারের কাছ থেকে যত বাধাই আসুক ২৪ তারিখের গণশুনানি করবই। ‘ রোববার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মতিঝিলে গণফোরামের দলীয় কার্যালয়ে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির মিটিং শেষে তিনি এসব কথা বলেন।
আ স ম রব বলেন, ‘সরকার আমাদের গণশুনানির কথা শুনে শহরের সব হল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বুকড করে রেখেছে। কোথাও হল নিতে গেলে হল মালিকরা পুলিশের অনুমতি নেই বলে। তাই কোনো হলে জায়গা না পেলেও আপনাদের (সাংবাদিকদের) সহযোগিতায় আমরা আল্লাহর জমিনের যেকোনো খোলা জায়গায় গণশুনানি করবই।’
এরআগে, বিকেল পৌনে ৫টার দিকে মতিঝিলের গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসে জাতীয় ঐক্যফ্রন্টের স্থায়ী কমিটি। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, জাসদের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, জোটের স্টিয়ারিং কমিটির সদস্য কাদের সিদ্দিকীসহ অনেকেই।
সারাবাংলা/এসএইচ/এমএনএইচ