Thursday 13 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে নির্মাণাধীন ভবনের দেওয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু


১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:২১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে একটি নির্মাণাধীণ ভবনের দেওয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও এক শ্রমিক।

রোববার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ পৌরসভার ধানবান্ধি এলাকায় এই ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, দুপুরে শ্রমিকরা কাজ করছিলেন। হঠাৎ নির্মাণাধীন ভবনটির একটি দেওয়াল তাদের ওপর ধসে পড়ে। এসময় তিন শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। আহত আরেক শ্রমিক এখনও চিকিৎসাধীন।

সারাবাংলা/এসএমএন

দেওয়াল ধস নির্মাণাধীন ভবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর