Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্ষোভে উত্তাল ভারত, নিহত জওয়ানদের বাড়িতে শোকের মাতম


১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৫১ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:০০

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

গত ১৪ ফেব্রুয়ারি ভারত-শাসিত কাশ্মীরে বোমা বিস্ফোরণে দেশটির আধা-সামরিক পুলিশ বাহিনীর ৪০ সদস্যের মৃত্যু হয়। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) গাড়ি বহরে এই আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ।

মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে নড়বড়ে অবস্থায় রয়েছে ভারত-পাকিস্তান সম্পর্ক। পাকিস্তানকে দেওয়া সম্মানসূচক ‘মোস্ট ফেভারড নেশন’-এর তকমা প্রত্যাহারের পাশাপাশি, দেশটির পণ্যে শুল্ক বৃদ্ধি ও বিশ্ব রাজনীতিতে একঘরে করার চেষ্টা করছে ভারত। হামলার নিন্দা জানিয়েছে, বলিউড অভিনেতা, ক্রিকেটার, বেশ কয়েকজন বিশ্বনেতাসহ আপামর ভারতবাসী।

ক্ষোভে উত্তাল ভারত ও নিহত জওয়ানদের অন্ত্যেষ্টিক্রিয়ার ছবি ক্যামেরাবন্দি করেছে বিবিসি,

সৈন্য সুখহিজান্দার সিং এর কফিন পাশে রেখে আহাজারি করছেন তার আত্মীয়রা। পাঞ্জাব রাজ্যের তার-তারান জেলায় তার শেষকৃত্য সম্পন্ন হবে।

বোমা হামলায় প্রাণ হারানো সিআরপিএফ সেনা কুশাল কুমার রাওয়াতের শবদাহ হচ্ছে আগ্রাতে

র‌্যাপিড অ্যাকশন ফোর্স ও সিআরপিএফ সৈন্যরা নিহতদের সেনাদের সম্মানে ভূপালে মোমবাতি প্রজ্বলন করেছেন

 সিআরপিএফ সেনা বাবলু সান্ত্রার মৃত্যুতে পশ্চিমবঙ্গে তার মায়ের আহাজারি

ঘৃণ্য এই হামলার প্রতিবাদ জানিয়ে ইন্ডিয়া গেটে প্রতিবাদ করেছে সাধারণ মানুষ

মীনা নদীর পাশে নিহত মহেশ কুমারকে শেষ শ্রদ্ধা জানাতে সমেবত হয়েছে স্থানীয়রা

নিহত জওয়ান তিলক রাজের মরদেহ, ধর্মশালার দেওয়া জ্বানান্দ্রতে পৌঁছালে তার বাড়িতে ভিড় জমায় প্রতিবেশিরা

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এনএইচ

 

কাশ্মীর পুলওয়ামা হামলা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর