Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেকুয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু


১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৫৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কক্সবাজার: কক্সবাজারের পেকুয়া উপজেলার বাগগুজারা এলাকায় ট্রাক চাপায় বাহার উদ্দিন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন জিয়াবুল নামে আরেকজন। তাকে পেকুয়া হাসপাতারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে বাগগুজারা সাকুর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাহার উদ্দিন সাতকানিয়া ১৬ নং সদর ইউনিয়ন এলাকার মৌলানা আকবরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল নিয়ে বাহার ও জিয়াবুল পেকুয়ার দিকে যাচ্ছিলেন। তারা বাগগুজারা বাজারে পৌঁছলে পেছন থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাহার উদ্দিন। আহত জিয়াবুলকে স্থানীয় লোকজন পেকুয়া হাসপাতালে নিয়ে যায়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোছাইন ভুঁইয়া জানান, হতাহত দুইজন স্থানীয় লবণ ব্যবসায়ী। ব্যবসার কাজেই পেকুয়ার মগনামায় যাচ্ছিলেন তারা। পথে এই দুর্ঘটনা ঘটে। চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

সারাবাংলা/এসএমএন

পেকুয়া সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর