Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাজাহান খানকে প্রধান করে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটি


১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:০৯ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৫৭

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সাবেক নৌমন্ত্রী শাজাহান খানকে প্রধান করে ১৫ সদস্যবিশিষ্ট সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটি গঠন করা হয়েছে। এছাড়া, সড়ক পরিবহন আইন বাস্তবায়নে তিন মন্ত্রীর সমন্বয়ে আরও একটি কমিটি গঠন করা হয়েছে।  কমিটিগুলোকে ১৪ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সে আলোকে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে। রোববার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৬তম সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানানা  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

শাজাহান খানকে প্রধান করে ১৫ সদস্যবিশিষ্ট সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটির অন্য সদস্যরা হলেন, সাবেক প্রতিমন্ত্রী পরিবহন মালিক নেতা মশিউর রহমান রাঙ্গাঁ, সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার এনায়েত উল্লাহ, গবেষক সৈয়দ আবুল মকসুদ, নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন, সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির প্রতিনিধি, বিআরটিএ প্রতিনিধি, হাইওয়ে পুলিশের দু’জন ডিআইজি, বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট এবং ডিএমপির একজন অতিরিক্ত পুলিশ কমিশনার।

সেতুমন্ত্রী বলেন, ‘হতাশ হবেন না। সাময়িক কিছু সমস্যায় আছি। সৃষ্টির যে বেদনা সেটা অনুভূত হচ্ছে। তবে দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য সাময়িক কষ্ট সহ্য করতে হবে।’

এর আগে সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভায় সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা নিয়ে বিশদ আলোচনা হয়।

বিজ্ঞাপন

সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘সারাদেশে লক্কর-ঝক্কর গাড়ি এখন ভয়ে ধরা হয় না। পুলিশও ভয়ে ধরে না। কারণ এগুলো ডাম্পিং করার জায়গা নেই। একটি জায়গা ঠিক করে দিলে, সেখানে গাড়ি ডাম্পিং করা হবে। ‘ ঢাকা শহরে রিকশা নিয়ন্ত্রণেরও প্রস্তাব দেন তিনি।

ব্যাটারিচালিত অটোরিকশাগুলো আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করারও পরামর্শ দিয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আমদানি নিষিদ্ধ করলে পুলিশ এগুলোর ওয়ার্কশপে অভিযান চালিয়ে বন্ধ করে দিতে পারবে। ‘

দক্ষ চালক তৈরি হচ্ছে না জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘সারাদেশে সব সব জেলায় চালক প্রশিক্ষণ ইনস্টিটিউট করা গেলে এ পরিস্থিতির সমাধান হবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম বিআরটিএ চেয়ারম্যান মশিয়ার রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া, সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের বিশেষজ্ঞ, শ্রমিক-মালিক নেতারা।

সারাবাংলা/এসএ/এমএনএইচ

কমিটি শাজাহান খান সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর