Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৫


১৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৩৩ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৫১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। রোববার (১৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার গাংরায় দুর্ঘটনা ঘটেছে। মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, চায়না (৫০), আনোয়ার (৪৫), হাসি বেগম (৪০), আসলাম মোল্লা (৫০) এবং সালাম মিয়া (৫০)।

চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল আলম জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী লোহার ভীম বোঝাই ট্রাকের পেছনে খুলনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমএইচ

আহত নিহত মুখোমুখি সংঘর্ষ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর