Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভৈরবে আল আরাফা ইসলামী ব্যাংকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ


১৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:৩৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ভৈরব: ভৈরবে আল আরাফা ইসলামী ব্যাংকের বিরুদ্ধে গ্রাহকের সাথে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ভৈরব রানীর বাজারে ব্যাংকের গ্রাহক মৃত আঃ কাদির মিয়ার পরিবার এই সম্মেলন করেছে।

সম্মেলনে কাদির মিয়ার পরিবার এক লিখিত অভিযোগে জানিয়েছে, ব্যাংক উদ্বোধনের পর থেকে কাদির মিয়া উক্ত ব্যাংকের একজন নিয়মিত সি সি হোল্ডার। তার একাউন্ট ( নং-০৫২১০২০০০০৯৯৮) ৪০ লাখ টাকার একটি সি সি লোন পাস হলেও তিনি আদতে বিভিন্ন সময়ে ২৩ লাখ ৭৬ হাজার টাকা চলতি একাউন্টের মাধ্যমে উত্তোলন করেছেন। কিন্তু ব্যাংক হিসাবে, তার উত্তোলিত টাকার পরিমাণ ৪০ লাখ।

কাদির মিয়ার পরিবারের অভিযোগ, ২০১৬ সালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তৎকালীন ব্যাংক ব্যবস্থাপক রবিউল বাশার কৌশলে কাদির মিয়ার স্বাক্ষরিত দু’টি খালি চেক (নং ২৫৯৫০৬০ ও ২৫৯৫০৬১ ) ব্যবহার করে ২২ লাখ ১ হাজার ৪০০ টাকা উত্তোলন করে, কাদির মিয়ার পুত্র ইমরানের নামে ইস্যু করে।

কাদির মিয়ার পরিবারের দাবি, ওই টাকা ইমরান উত্তোলন করেননি। উত্তোলনকৃত টাকা রবিউল বাশার প্রতারণা করে আত্মসাৎ করেছে। তাছাড়া বিভিন্ন সময়ে কাদির মিয়া হিসাবে তার ব্যবসায়ীরা এবং কাদির মিয়া নিজেও মৃত্যুর পূর্ব পর্যন্ত ৮৫ লাখ ১১ হাজার ৯শত ১৪ টাকা জমা করেছে।

লিখিত অভিযোগে আরও বলা হয়, এসব বিষয়ে ব্যাংকের কাছে ২৫ বার হিসাব চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানোর পরও ব্যাংক কর্তৃপক্ষ কোন হিসাব দেয়নি। উল্টো ব্যাংক কর্তৃপক্ষ তাদেরকে বার বার পাওনা টাকা পরিশোধ করার জন্য চিঠিসহ আইনি নোটিশ দিয়েছে। এছাড়া তৎকালীন ভৈরব শাখার ব্যবস্থাপক রবিউল বাশারকে উক্ত শাখা থেকে অন্যত্র বদলী করা হয়েছে। তাছাড়া তাদেরকে কোন প্রকার চিঠি বা সময় না দিয়ে স্থানীয় একটি পত্রিকায় বাড়ি নিলামের বিজ্ঞপ্তি দিয়ে মানহানি করেছে। তাই তারা ব্যাংক কর্তৃপক্ষের কাছে সঠিক হিসাব এবং তাদের জমা-কৃত টাকা ফেরত প্রদানের জন্য অর্থ মন্ত্রণালয়সহ বাংলাদেশ ব্যাংকের সু-দৃষ্টি কামনা করেছেন ।

বিজ্ঞাপন

সারাবাংলা/ আরএ

ব্যাংক জালিয়াতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর