গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যের মৃত্যু
১৭ ফেব্রুয়ারি ২০১৯ ০১:৫১ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:২২
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
গাজীপুর: ইজতেমা থেকে ফেরার পথে গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতের নাম নজরুল ইসলাম (৫২)। তিনি নওগাঁ জেলা পুলিশ বিশেষ শাখায় কর্মরত ছিলেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, বিশ্ব ইজতেমায় দায়িত্ব পালন করে বাসযোগে গন্তব্যে যাওয়ার যাচ্ছিলেন নজরুল ইসলাম। তবে কী এক প্রয়োজনে যেন মাওনা চৌরাস্তায় নামেন তিনি। সেখানে রাস্তা পারাপারের সময় একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন নজরুল ইসলামকে উদ্ধার করে এ কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সারাবাংলা/এজেড/আরএ