কক্সবাজারে সিলিন্ডারভর্তি ৪০ হাজার ইয়াবাসহ আটক ১
১৬ ফেব্রুয়ারি ২০১৯ ২২:১৫ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ২২:১৬
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
কক্সাবাজার: ইয়াবা কারবারিদের আত্মসমর্পণের ৫ ঘণ্টা পর ইজতেমাগামী বাস থেকে গ্যাস সিলিন্ডারভর্তি ৪০ হাজার ইয়াবা জব্দ করেছে র্যাব। এ সময় সরওয়ার আলম নামে এক বিক্রেতাকে আটক করা হয়।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) রাত পৌনে আটটার দিকে কক্সবাজারের লিংক রোড় এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। কক্সবাজার র্যাব-৭ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান এই তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: বদির ৮ স্বজনসহ ১০২ ইয়াবা কারবারি কারাগারে
মেজর মেহিদী হানান জানান, ‘বিশ্ব ইজতেমাগামী একটি বাসে সিলিন্ডাভর্তি ইয়াবা পাচারের খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় সরওয়ার আলম নামে এক ইয়াবা কারবারিকে আটক করা হয়। সে এসব ইয়াবা ঢাকার একটি চক্রের কাছে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছে। ‘ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
/এমএনএইচ/