মোড়েলগঞ্জে মাদরাসাছাত্রকে কুপিয়ে হত্যা
১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৪২ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৪৪
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে ইমন মোল্লা (১৬) নামে এক মাদরাসাছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাতে মোরেলগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের নূরানী মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ইমন মোরেলগঞ্জের চন্ডিপুর গ্রামের মৃত মামুন মোল্লার ছেলে ও চন্ডীপুর দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে ইমন মোল্লা প্রতিবেশী এক মেয়ের সঙ্গে কথা বলছিলেন। এ ঘটনা দেখে তার প্রতিপক্ষরা ইমনের ওপর ক্ষুদ্ধ হয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা ছুরি দিয়ে ইমনের বুকের বাপাশে আঘাত করে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়দের মাধমে পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে ইমনের মরদেহ উদ্ধার করে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, প্রেমঘটিত কারণে এ হত্যাকাণ্ড হতে পারে। রাতেই ইমন মোল্লার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।
সারাবাংলা/এমএইচ