আশুলিয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার
১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৪৩ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৫৪
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
আশুলিয়া: আশুলিয়ায় রাজিয়া খাতুন নামে (২৬) এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কাঠগড়া মন্ডলপাড়া থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: আশুলিয়ায় বাস থেকে নারীর লাশ উদ্ধার
ওসি জানান, মৃত গৃহবধূ বগুড়ার ধুনট থানার ছালাপাড়া গ্রামের মৃত আহম্মদ আলীর মেয়ে। গত দুই মাস আগে কাঠগড়া মন্ডলপাড়ার আব্দুর রশিদের ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন। সকালে ওই নারীর ঘরের দেড়’শ গজ সামনের বাঁশ বাগানে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়দের খবরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থেল থেকে মরদেহ উদ্ধার করে। গৃহবধূর মুখে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি শেখ রিজাউল হক জানান, এ হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সারাবাংলা/এমএইচ
আরও পড়ুন
আশুলিয়ায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ, ৬ আসামি রিমান্ডে