Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদর্শ কেন্দ্রিক রাজনীতি চর্চার আহ্বান এলজিআরডি প্রতিমন্ত্রী


১৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৩৫

।। জাবি করেসপন্ডেন্ট ।।

জাবি: আদর্শ কেন্দ্রিক রাজনীতির ওপর জোর দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। তিনি বলেন, ‘আমাদের সে আদর্শ হলো আমাদের যে উৎপত্তি, আমাদের সৃষ্টি, আমাদের যে স্বাধীনতা এর পেছনে কিন্তু একটি রাজনৈতিক চেতনা ছিল, বঙ্গবন্ধুর আদর্শ ছিল। সেটি ছিল আমাদের পরিচয় হবে- আমরা বাঙ্গালী, আমাদের দেশ হবে গণতান্ত্রিক, আমাদের অর্থনৈতিক অবস্থা হবে সমাজতান্ত্রিক এবং বাঙ্গালী জাতীয়তাবাদকে অবলম্বন করেই আমরা এগিয়ে যাবো।’

বিজ্ঞাপন

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতি আয়োজিত নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

স্বপন ভট্টাচার্য বলেন, ‘সৃষ্টির যে মূলমন্ত্র বা চেতনা সেটাকে বর্জন করে আমরা কিন্তু কোনভাবেই এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাই যদি পারতাম তাহলে বঙ্গবন্ধুর হত্যার পরে যারা ২১ বছর শাসন করেছিল তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারতো। তারা তো সেটা পারেনি।’

এসময় প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘পড়াশোনার সাথে সাথে আমাদেরকে রাজনৈতিক সচেতন হতে হবে। রাজনীতি কিন্তু একটি সমাজ, দেশ ও জাতিকে অনেককিছু দিতে পারে। রাজনীতি বিবর্জিত কোন মানুষ সমাজের কোন কাজে আসে না এবং রাজনীতি বিবর্জিত দেশ সুস্থভাবে চলতে পারে না।’

যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মো. তহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্য মধ্যে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যশোর জেলা শাখার সভাপতি আব্দুস সালাম খান, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক গিলবার্ট নির্মল বিশ্বাস, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের সহধর্মিণী তন্দ্রা ভট্টাচার্য্য, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসরীন সুলতানা, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি মো. শরিফ হোসেন, ইআরএফ-এর সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম  প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ৪১ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় ও ৪৭ ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।

সারাবাংলা/এসএমএন

ছাত্ররাজনীতি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর