Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্বাস্থ্য সুরক্ষায় ডব্লিউএইচও’কে কার্যকর পদক্ষেপ নিতে হবে’


১৫ ফেব্রুয়ারি ২০১৯ ২১:৫০ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ২১:৫১

।। সারাবাংলা ডেস্ক।।

বিশ্বের সব নাগরিকের জন্য সর্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-কে আরও বেশি সম্পৃক্ত হওয়ার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান হিসাবে  স্বাস্থ্য সুরক্ষায় ডব্লিউএইচওকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।’ শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) মিউনিখে নিরাপত্তা সম্মেলনের ৫৫তম সংস্করণে ‘হেলথ ইন ক্রাইসিস-ডব্লিউএইচও কেয়ার্স’ বিষয়ক গোলটেবিল আলোচনায়  তিনি এসব কথা বলেন।  খবর বাসস

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার সর্বজনীন স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্প্রসারণে একটি পরিকল্পনা গ্রহণ করেছে।  এক বছরের কম বয়সী শিশু ও ৬৫ বছরের অধিক বয়সের লোকদের জন্য বিনা খরচে স্বাস্থ্য সেবার ব্যবস্থা করেছে।’ তিনি বলেন, ‘ইবোলা, কলেরা ও যক্ষ্মার মতো সংক্রামক রোগ পুনরায় বিশ্বব্যাপী দেখা দিয়েছে, ফলে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়ন ও পরিবর্তন প্রয়োজন’।

উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর স্বাস্থ্য নিরাপত্তা কার্যক্রমে ভবিষ্যৎ ও জরুরি অর্থায়নের ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা  বলেন, ‘ডব্লিউএইচও সংকটের বিশালতা, পুঁজি সংকট ও সক্ষমতার অভাবের কারণে প্রায়ই ভুল পদক্ষেপ নিয়েছে। কিন্তু আমাদের প্রধান মানবিক সংস্থা হিসাবে ডব্লিউএইচও সঠিকভাবেই সবার স্বাস্থ্য ও সুখের নিশ্চয়তার জন্য সরকারগুলোর কাছ থেকে উচ্চ পর্যায়ের রাজনৈতিক সহযোগিতা পাওয়ার যোগ্য।’

স্বাস্থ্য সেবা মানুষের অন্যতম মৌলিক চাহিদা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ কারণেই এটিতে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। ’ তিনি বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে, আমাদের জনগণের জন্য যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারছি না।  অথচ এসডিজি-৩-তে স্বাস্থ্যের অধিকারকে মৌলিক অঙ্গীকার হিসাবে বর্ণনা করা হয়েছে।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে তার সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশের স্বাস্থ্য নিরাপত্তা উন্নয়নে সামঞ্জস্যপূর্ণ নীতি গ্রহণ করা হয়েছে এবং আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।’ তিনি বলেন, “আমাদের উদ্যোগ আমাদের ‘কম খরচে ভালো স্বাস্থ্য’-এর রোল মডেল করেছে।”

এসময় প্রধানমন্ত্রীর্ শেখ হাসিনা মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের জন্য এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, নাইজেরিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, ইয়েমেন ও লিবিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চলে ডব্লিউএইচও’র জরুরি কার্যক্রমের প্রশংসা করেন।

প্রসঙ্গত, চতুর্থ মেয়াদে সরকারের দায়িত্ব গ্রহণের পর গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো বিদেশ সফরের অংশ হিসেবে জার্মানি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাবাংলা/এমএনএইচ

ডব্লিউএইচও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর