পুষ্টি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করছি: খাদ্যমন্ত্রী
১৫ ফেব্রুয়ারি ২০১৯ ২১:৪৬ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ২১:৪৭
।। সারাবাংলা ডেস্ক ।।
নওগাঁ: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমরা বর্তমানে পুষ্টি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করছি।
বর্তমানে দেশে খাদ্যের কোন সমস্যা বা অনিশ্চয়তা নেই জানিয়ে তিনি বলেছেন কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করা হয়েছে।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নওগাঁ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বেলকোন বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি বলেন, খাদ্য বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং খাদ্য সংরক্ষণের মাধ্যমে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে দেশের প্রতিটি উপজেলায় খাদ্যগুদাম নির্মাণ করে সেগুলোকে ডিজিটালাইজড করা হবে।
মন্ত্রী এসময় আরও বলেন, বর্তমান সরকারের গতিশীল নেতৃত্বে দেশে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ ঘটেছে। দেশ থেকে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি দূর করতে যুব সমাজকে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে আরও বেশি সম্পৃক্ত করতে হবে।
নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার মে. ইকবাল হোসেন, বেলকোন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ বেলাল হোসেন প্রমুখ। খবর: বাসস।
সারাবাংলা/এসবি