Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গণতন্ত্রের ভান ধরে অলিখিত বাকশাল কায়েম করছে সরকার’


১৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৩৩

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগ গণতন্ত্রের ভান ধরে অলিখিত বাকশাল কায়েম করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

তিনি বলেন, এই সরকার মুখে মুখেই গণতন্ত্রের বুলি আওড়ায়। মূলত মুখে গণতন্ত্রের লেবাস লাগিয়ে সরকার স্বৈরশাসন চালিয়ে যাচ্ছে। একটি স্বৈরাচারী সরকারের থেকেও গণতন্ত্রের ভানধারী সরকার আরও বেশি ক্ষতিকর। তাই এ বিষয়ে দেশের মানুষকে সর্তক থাকতে হবে।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চাই’ শীর্ষক এক মানবন্ধনে এই কথা বলেন তিনি।

এসময় ড. মঈন খান আরও বলেন, ‘বর্তমান সরকার গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে অলিখিত বাকশাল চিরস্থায়ী করতে চায়। কিন্তু আগামী দিনে আমরা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করে বাংলাদেশের মানুষের কাছে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দেবো। বাংলাদেশ এমন একটি দেশ, যার জন্ম হয়েছিল গণতন্ত্রের জন্যই। আজ স্বাধীনতার এত বছর পর এ দেশের কোটি কোটি মানুষ প্রশ্ন করছে, আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? স্বাধীনতা আর গণতন্ত্র এক কথা নয়, এই কথা সরকার ভুলে গেছে। ক্ষমতার লোভে পাগল হয়ে, মানুষের ভোটাধিকার বিসর্জন দিয়ে, সন্ত্রাসের নির্বাচন দিয়ে আবারও তারা ক্ষমতায় এসেছে।’

মানববন্ধনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘গণতন্ত্রকে মুক্ত করতে হলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আমি মনে করি, সরকার নিয়ন্ত্রিত ব্যবস্থায় কোনো কিছু হবে না। তাই আমাদের কঠোর আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। আর এজন্য মহিলা দলকে আরও অনেক বেশি দায়িত্ব পালন করতে হবে ভবিষ্যতে। এরকম মানববন্ধন করে কিছু হবে না, প্রতিদিন এক হাজার নারী কর্মী নিয়ে রাস্তায় নামেন, রাস্তায় অবস্থান নেন, দেখবেন খালেদা জিয়া একমাসের মধ্যে মুক্ত হয়ে আসবেন।’

বিজ্ঞাপন

আবারও একটি স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, ‘বিশ্ববাসী দেখেছেন রাজনৈতিক সহিংসতার মধ্য দিয়ে কিভাবে কারচুপির নির্বাচন করা হয়েছে। আমরা কথা বলার সুযোগ চাই, গণমানুষের অধিকার ফেরত চাই, বিচার বিভাগের স্বাধীনতা চাই।’

অবিলম্বে খালেদা জিয়াসহ সকল রাজবন্দীকে মিথ্যা মামলা থেকে প্রত্যাহার করে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের ডাক দিয়ে এই মানববন্ধন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

সারাবাংলা/ওএম/টিআর

ড. আব্দুল মঈন খান বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর