Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইডেনের সাবেক অধ্যক্ষ খুনের ঘটনায় গৃহকর্মীসহ গ্রেফতার ২


১৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৪২ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৪৪

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

সরকারি ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন খুনের ঘটনায় গৃহকর্মী স্বপ্নাসহ দুই আসামিকে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানা পুলিশ।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তাদেরকে গ্রেফতার করা হয়।

তথ্যটি সারাবাংলাকে নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।

আতিকুর রহমান বলেন, অধ্যক্ষ খুনের ঘটনায় ওই বাসার গৃহকর্মী স্বপ্নাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানানো হবে শুক্রবার বিকেল ৩টায় থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে।

আরও পড়ুন: ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ হত্যা মামলা, গ্রেফতার ১

উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ার ভবনে নিজ বাসা থেকে ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনের মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের পর থেকেই ওই বাসার গৃহকর্মীরা নিখোঁজ ছিল।

এরপর ১১ ফেব্রুয়ারি নিহতের স্বামী ইসমত কাদির গামা দুই গৃহকর্মী স্বপ্না (৩০) ও রেশমাকে (৩৬) আসামি করে নিউমার্কেট থানায় মামলা দায়ের করেন।

মৃত মাহফুজা চৌধুরী পারভীনের ময়নাতদন্ত শেষে ঢামেক ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানিয়েছিলেন, মৃতের নারীর ঠোঁটে, মুখে ও আঙুলে ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেছে। একটা আঙ্গুল ভাঙ্গা ছিল। তাকে মুখ চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

সারাবাংলা/এসএইচ/এনএইচ

ইডেনের সাবেক অধ্যক্ষ হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর