Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেগুনকে বোমার আকৃতি দিয়ে চবিতে আতঙ্ক ছড়ানোর চেষ্টা


১৫ ফেব্রুয়ারি ২০১৯ ১২:১০

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ভবনের সামনে পড়ে থাকা বোমা আকৃতির বস্তুটি উদ্ধার করা হয়েছে। সিএমপির বোমা নিষ্ক্রিয়করণ টিমের সদস্যরা জানিয়েছেন, একটি বেগুনকে টেপে মুড়িয়ে তার সংযুক্ত করে হ্যান্ডগ্রেনেডের আকৃতি দেওয়া হয়েছিল। বাস্তবে সেটি বিস্ফোরক নয়। পরিকল্পিতভাবে আতঙ্ক ছড়াতে এটা করা হয়েছিল।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে সিএমপির বোমা নিস্ক্রিয়করণ টিমের সদস্যরা গিয়ে সেটি উদ্ধার করে।

এর আগে বৃহস্পতিবার রাত ১০ টার দিকে আইন অনুষদের ডিনের কার্যালয়ের সামনে বোমা আকৃতির বস্তুটি পড়ে থাকতে দেখা যায়। বিস্ফোরণের আশঙ্কায় পুলিশ ঘটনাস্থলের আশপাশ রাতভর ঘিরে রাখে।

সিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্য পুলিশ পরিদর্শক রাজেশ বড়ুয়া সারাবাংলাকে বলেন, ‘একটি বেগুনকে কালো টেপে মোড়ানো হয়েছিল। চারদিকে লাল বৈদ্যুতিক তার সংযুক্ত করা হয়েছিল। দেখতে অবিকল হ্যান্ডগ্রেনেডের মতো। আতঙ্ক ছড়াতে কেউ এ-কাজ করেছে।’

এর আগে বুধবার দুপুরে সীতাকুণ্ড পৌরসভা এলাকায় উপমহাদেশের সনাতন সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান ভোলাগিরি আশ্রমের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি তাজা বোমা উদ্ধার করা হয়।

সারাবাংলা/আরডি/এমএইচ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বেগুন বোমা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর