Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫০ লাখ টাকার পণ্যসহ কাভার্ড ভ্যান জব্দ


১৫ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৫৫ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৫৭

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: শুল্কমুক্ত পণ্য আমদানি করে চোরাই পথে বিক্রয় করার সময় বিশেষ অভিযানে ৫০ লাখ টাকার পণ্যসহ কাভার্ড ভ্যান জব্দ করেছে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী কমিশনার মো. আল আমিন।

তিনি জানান, ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনারের নির্দেশনায় একটি বিশেষ প্রিভেন্টিভ টিম গতকাল রাত ১১ টা থেকে ভোর পর্যন্ত পুরাতন ঢাকার ইসলামপুর, নয়াবাজার, গুলিস্তান এলাকায় অভিযান চালায়। অভিযানে ১৭১ রোল পলিয়েস্টার পেডিংসহ একটি কভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১১-০৫৩৩) জব্দ করা হয়। আশুলিয়ার গোরাটে অবস্হিত রেজা ফ্যাশনস নামক গার্মেন্টস প্রতিষ্ঠান থেকে এসব বন্ডেড পণ্য অবৈধ অপসারণ ও বিক্রির মাধ্যমে ইসলামপুরে নিয়ে যাওয়া হচ্ছিল।

আল আমিন আরও জানান, জব্দ পণ্যের মূল্য প্রায় ৫০ লাখ টাকা, যার বিপরীতে আদায়যোগ্য শুল্ক করাদির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা। অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাস্টমস আইনে বিভাগীয় মামলা দায়েরসহ প্রতিষ্ঠানটির বন্ডিং কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে। বন্ড সুবিধার অপব্যবহার প্রতিরোধে এবং দেশীয় শিল্প সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসজে/এমএইচ

কাভার্ড ভ্যান জব্দ পণ্য

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর