নাটোরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
১৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৩১ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৫১
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
নাটোর: নাটোরের দত্তপাড়ায় ওয়ার্ড যুবলীগ সভাপতি হাসান আলীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত হাসান আলী সদর উপজেলার দত্তপাড়া এলাকার মোংলা খাঁ-এর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানয়, সন্ধ্যায় ওয়ার্ড যুবলীগ সভাপতি হাসান দত্তপাড়া বাজারের একটি চায়ের স্টলে চা পান করছিলেন। এসময় ধারালো অস্ত্র নিয়ে হাসানের ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায় এবং কুপিয়ে জখম করে।
আহত অবস্থায় হাসানকে প্রথমে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের গ্রেফতার করা হবে।
সারাবাংলা/টিআর