এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বোমা
১৫ ফেব্রুয়ারি ২০১৯ ০১:২২ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ০১:২৫
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ভবনের সামনে একটি বোমা পড়ে আছে। পুলিশ বোমা পড়ে থাকার আশপাশ ঘিরে রেখেছে।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে আইন অনুষদের ডিনের কার্যালয়ের সামনে বোমাটি পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মহসিন মিয়া।
‘আইন অনুষদ ভবনের পশ্চিম পাশে মাটিতে বোমাটি পড়ে আছে। আমরা সিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিয়েছি। তারা সকালে আসবেন। এখন আমরা নিরাপদ দূরত্বে থেকে আশপাশের এলাকা ঘিরে রেখেছি।’ সারাবাংলাকে বলেন মহসিন মিয়া
সিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্য পুলিশ পরিদর্শক রাজেশ বড়ুয়া সারাবাংলাকে বলেন, ‘হ্যাণ্ডগ্রেনেডের মতো দেখতে একটি বোমা কে বা কারা রেখে গেছে বলে শুনেছি। আমরা কাল (শুক্রবার) সকালে ঘটনাস্থলে গিয়ে সেটিকে নিষ্ক্রিয় করার কাজ শুরু করব।’
এর আগে বুধবার দুপুরে সীতাকুণ্ড পৌরসভা এলাকায় উপমহাদেশের সনাতন সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান ভোলাগিরি আশ্রমের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি তাজা বোমা উদ্ধার করা হয়।
সারাবাংলা/আরডি/জেএএম