Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ডাক্তারের ফি নির্ধারণের পরিকল্পনা আছে সরকারের’


১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:০৯ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৩৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ডাক্তারদের জন্য রোগীদের কাছ থেকে নেওয়া ফি’র পরিমাণ নির্ধারণের একটি পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জনানা।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়।

সংসদের অধিবেশনে সিলেট আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী ডাক্তারদের অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ তুলে ধরেন। উত্তরে স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে জানান, চিকিৎসকদের রোগীর কাছ থেকে ফি নির্ধারণের বিষয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠনপূর্বক একটি নীমিতালা প্রণয়নের চিন্তা-ভাবনা রয়েছে সরকারের।

এছাড়া জামালপুর-৫ আসনের সরকার দলীয় আরেক জন সংসদ সদস্য মো. মোজাফফর হোসেনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ‘ডাক্তারদের অভাবে দেশে বিদ্যমান ইউনিয়ন স্বাস্থ্যসেবা ক্লিনিকগুলো পরিত্যক্ত অবস্থায় নেই। কারণ দেশের অধিকাংশ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো), একজন ফার্মাসিস্ট ও একজন অফিস সহায়ক কর্মরত আছেন। তবে কেন্দ্রগুলিতে এমবিবিএস ডাক্তারের পদ শূন্য থাকায় গরীব জনসাধারণ উন্নত চিকিৎসা সুবিধা প্রাপ্তি কিছুটা বঞ্চিত হচ্ছে।’

মন্ত্রী জানান, ‘দেশে ১০ হাজার ডাক্তার নিয়োগ কার্যক্রম চলমান আছে। নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলে সরকারি বিধি-বিধানের আলোকে তাদের সকলকেই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে পদায়ন করা হবে। শূন্যপদ দ্রুত পূরণের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে। সেই আলোকে অতিশীঘ্রই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এমআই

ডাক্তার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর