তৃতীয় ধাপে ১২৭ উপজেলায় ভোট ২৪ মার্চ
১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:২২ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:২৭
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৪ মার্চ (রোববার) সাত বিভাগের ২৫ জেলার ১২৭ টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এই তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৫ শে ফেব্রুয়ারি। দাখিল করা মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ২৮ শে ফেব্রুয়ারি এবং এই ১২৭ উপজেলায় ভোটগ্রহণ হবে ২৪ মার্চ।
উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ৮৭ উপজেলায় ভোট ১০ মার্চ অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিল ১১ ফেব্রুয়ারি, যাচাইবাছাই ১২ ফেব্রুয়ারি এবং প্রত্যাহার ১৯ ফেব্রুয়ারি।
এছাড়া দ্বিতীয় ধাপে দেশের ১২৯ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে ১৮ মার্চ। তফসিল অনুযায়ী, এই ধাপের নির্বাচনের জন্য প্রার্থীরা আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। পরে ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে এবং বাছাইয়ে বৈধ ঘোষিত প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৭ ফেব্রুয়ারি।
সারাবাংলা/জিএস/এসএমএন