Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে রিট


১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩১

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: গরু নিয়ে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরমপুর এলাকায় বেতনা সীমান্তে বিজিবির সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী তনয় কুমার সাহা এই রিট দায়ের করেন।

একইসঙ্গে এ ঘটনায় জড়িত বিজিবি সদস্যদের শাস্তির আওতায় আনতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং ওই দিনের অপারেশনকে কেন বেআইনি ঘোষণা করা হবে না সে মর্মে রুল জারিরও আবেদন করা হয়।

রিটকারী আইনজীবী জানান, রিটে স্বরাষ্ট্র সচিব, বিজিবি মহাপরিচালক ও বিজিবির ৫০ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসারকে বিবাদী করা হয়েছে। তিনি আরও জানান, আজ আবেদনটি বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য উপস্থাপন করা হয়। তখন আদালত আগামী সপ্তাহের শুনানির জন্য ঠিক করে দেন।

 আরও পড়ুন:  ঠাকুরগাঁওয়ের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গত ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরমপুর এলাকায় বেতনা সীমান্তে বিজিবির সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ ঘটে।  ওই দিন বিজিবির গুলিতে তিনজন নিহত হয়।  বিজিবি সদস্যসহ ১৬ জন আহত হয়।  এর মধ্যে গুলিবিদ্ধ ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতরা হলেন—ওই উপজেলার রুহিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে নবাব (৩৫), মৃত জহিরউদ্দীন ছেলে সাদেক (৪৫) ও বহরমপুর এলাকার নূর ইসলামের ছেলে জয়নুল (১২)।  আহতদের মধ্যে রয়েছেন—মিঠু, ইসহাদিতি, সাদেকুল, তৈমুর, রাসেল, জয়নুল, মুনতাহারা, বাবু, নওশাদ, হান্নান, জয়নুল ও নুর নাহার।  তবে এরআগে ঘটনার পরপরই নিহতের সংখ্যা চার বলে জানিয়েছিল পুলিশ ও এলাকাবাসী।

বিজ্ঞাপন

এলাকাবাসী জানায়, বরহমপুর গ্রামের মাহাবুব আলী ছয় মাস আগে চারটি গরু কেনেন।  মঙ্গলবার সকালে তিনি গরুগুলো বিক্রির জন্য স্থানীয় যাদুরানী বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এ সময় বেতনা ক্যাম্পের বিজিবি সদস্যরা ভারতীয় গরু মনে করে সেগুলো ক্যাম্পে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে মাহাবুবের পরিবার ও এলাকাবাসী বাধা দিতে গেলে বিজিবি সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।  এ সময় বিজিবি সদস্যরা গুলি ছুড়লে তিনজন নিহত হন।  এ ঘটনায় ১২ জন গুলিবিদ্ধসহ ১৬ জন আহত হন।

এ ঘটনায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করেন তনয় কুমার সাহা।

সারাবাংলা/ এজেডকে/এমএনএইচ

আদালত রিট

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর