Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাখালপাড়ায় জঙ্গি অভিযানের নিহত দুই জঙ্গির ছবি প্রকাশ


১৮ জানুয়ারি ২০১৮ ১৭:৪০ | আপডেট: ১৮ জানুয়ারি ২০১৮ ১৭:৪২

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকার নাখালপাড়ায় র‍্যাবের জঙ্গি অভিযানে তিন জঙ্গির মধ্যে দুইজনের পরিচয় আজ (বৃহস্পতিবার) প্রকাশ করেছে র‍্যাব। তবে র‍্যাবের পক্ষ থেকে তাদের পরিচয় নিশ্চিত করা হয়নি।

বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে ওই দুই জঙ্গির ছবি প্রকাশ করে র‍্যাব।

র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, দুই জঙ্গির ছবি প্রকাশ করা হয়েছে কেউ তাদের চিনতে পারলে র‍্যাবের সাথে যোগাযোগ করবেন।

এর আগে মেজবাহ উদ্দিন নামে অপর জঙ্গির পরিচয় নিশ্চিত করে র‍্যাব। তাঁর বাড়ি কুমিল্লা।

গত ১২ জানুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় রুবি ভিলায় র‍্যাবের জঙ্গি অভিযানে তিন জেএমবি সদস্য নিহত হন। তাদের লাশ ময়না তদন্ত শেষে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন-
নাখালপাড়ায় নিহত এক জঙ্গির বাড়ি কুমিল্লায়

সারাবাংলা/ইউজে/এমএ

অভিযান জঙ্গি নাখালপাড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর