কেন্দ্রের সামনে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম
১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:১১ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৩৭
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
মাদারীপুর: মাদারীপুরের শিবচরে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে শুভ হাওলাদার (১৬) নামে এক পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এতে তার পায়ের রগ কেটে গেছে। চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুভর পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শেখ ফজিলাতুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের সামনে শুভর ওপর হামলা করা হয়। শুভ দত্তপাড়া টিএন একাডেমির শিক্ষার্থী। এ বছর বাণিজ্য বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে সে।
শুভর পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার এসএসসি পরীক্ষায় অংশ নিতে সকাল সোয়া ৯টার দিকে শুভ হাওলাদার তার পরীক্ষাকেন্দ্র শেখ ফজিলাতুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করছিল। এসময় তাকে ডেকে নিয়ে রাস্তার পাশেই কোপাতে থাকে নাহিদ মাল। এতে শুভ গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আরও পড়ুন: মাদারীপুরের শিবচরে অগ্নিকাণ্ড, অর্ধকোটি টাকার সম্পদহানি
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইমদাদুল হক জানান, ধারালো অস্ত্রের আঘাতে শুভর তার ডান পায়ের হাঁটুতে গুরুতর জখম হয়েছে। তার ডান পায়ের নিচে রগ কেটে গেছে বলে ধারণা করা হচ্ছে। জরুরিভিত্তিতে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত পরীক্ষার্থী শুভ হাওলাদার বলেন, গতকাল (বুধবার) স্কুলে নাহিদের সঙ্গে ঝামেলা হয়েছে শুনেছি। আমি সেখানে ছিলাম না। ওই ঘটনাকে কেন্দ্র করেই ওরা আমাকে কুপিয়েছে। আমার পরীক্ষাটা দেওয়া হলো না। কী হবে জানি না।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত পরীক্ষার্থীকে ফরিদপুর পাঠানো হচ্ছে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।
সারাবাংলা/এমএইচ
আরও পড়ুন
শিবচরে যমুনা ব্যাংকের অর্থায়নে সাড়ে ৭ হাজার রোগীকে চিকিৎসা সেবা
মাদারীপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ড