Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে দু’দল ডাকাতের গোলাগুলিতে নিহত ১


১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১২:২০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে ‍দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে একজন মারা গেছেন। নিহতের নাম মাইন উদ্দিন মানু। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে কমলনগর উপজেলার চরকাদিরার দ্বিনা মাঝির খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত  করেছেন।

ওসি আলমগীর হোসেন বলেন, মাইন উদ্দিন মানু পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ডাকাত। তার বিরুদ্ধে সদর, কমলনগর ও নোয়াখালীসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। এছাড়া তিনি একটি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে দ্বিনা মাঝির খেয়াঘাট এলাকার পরিত্যক্ত বাড়িতে ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় ডাকাত মাইন উদ্দিন মানুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সারাবাংলা/এমএইচ

গোলাগুলি ডাকাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর