ইরানে আত্মঘাতী হামলায় রেভ্যুলিউশনারি গার্ডের ২৭ সদস্যের মৃত্যু
১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১১:১৬ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১১:২৭
।। আন্তর্জাতিক ডেস্ক।।
এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় ইরানের এলিট বাহিনী রেভ্যুলিউশনারি গার্ডের অন্তত ২৭ সদস্যের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন। বুধবার (১৩ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে। খবর দ্য আল জাজিরার।
রেভ্যুলিউশনারি গার্ডের সদস্যদের বহনকারী একটি বাসকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ফারস।
ইরানের ভাইস প্রেসিডেন্ট ইশাক জাহাঙ্গীর বলেন, এই ঘটনা আমাদের জনগণের মধ্যে ইসলামি বিদ্রোহ প্রতিরক্ষার অঙ্গীকার নষ্ট করতে পারবে না। বরং, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অবিরত লড়াইয়ের জাতীয় প্রতিজ্ঞা এতে আরও দৃঢ় হল।
ইরানের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা ইরনা এক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইরানের সিস্তান-বালুচেস্তান প্রদেশে এই হামলা হয়েছে। প্রদেশটি দিয়ে ব্যাপক পরিমাণে আফিম পাচার হয়ে থাকে। সেখানে প্রায়ই ইরানী বাহিনী ও বালুচ বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে থাকে।
ইরনা অনুসারে, হামলাটি চালানো হয় জাহেদান ও খাশ শহরের মধ্যকার সড়কে।
ফারস অনুসারে, হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র দল জাইশ আল-আদল।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, ঘটনাস্থলে ভাঙা ধাতব পদার্থ ছড়িয়ে-ছিটিয়ে আছে।
বিবৃতিতে রেভ্যুলিউশনারি গার্ড হামলার সত্যতা নিশ্চিত করেছে। তারা বলেছে, তাদের সদস্যরা সীমান্ত থেকে ফিরে আসছে।
তাদের বিবৃতিতে বলা হয়, রেভ্যুলিউশনারি গার্ডের স্থল ইউনিটের সদস্যভর্তি একটি বাস লক্ষ্য করে বিস্ফোরক দিয়ে ভর্তি একটি গাড়ি দিয়ে হামলা চালানো হয়। এতে একাধিক সদস্য শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরান কাসেমি বলেন, নিরাপত্তা বাহিনী এই হামলার প্রতিশোধ নেবে।
ইরানী কর্মকর্তারা এই হামলার জন্য সৌদি আরব ও যুক্তরাষ্ট্রকে দোষ দিয়েছেন।
সারাবাংলা/ আরএ