Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ৩১ রোহিঙ্গা আটক


১৩ ফেব্রুয়ারি ২০১৯ ২১:২২ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ২১:৩৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া সাগর উপকূল থেকে ৩১ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, তারা অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন।

বুধবার (১৩ ফেব্রুয়ারী) রাত ৮ টার দিকে বঙ্গোপসাগরের দক্ষিণ সোনাদিয়া চ্যানেলের প্যারাবন থেকে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গাদের মধ্যে, ১৪ জন নারী, ৪ শিশু ও ১৩ জন পুরুষ রয়েছেন। তারা সবাই উখিয়া-টেকনাফের রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, মালয়েশিয়াগামী ৩১ রোহিঙ্গা সোনাদিয়ায় অবস্থান করছে এমন খবরে তল্লাশি চালিয়ে প্যারাবনের ভেতর থেকে তাদের উদ্ধার করা হয়েছে। তাদের মহেশখালী আনা হচ্ছে।

পরবর্তীতে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে জানান তিনি।

সারাবাংলা/এনএইচ

রোহিঙ্গা আটক

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর