নাচ-গানে চবিতে উদীচীর বসন্তবরণ
১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:১৬
।। সারাবাংলা ডেস্ক ।।
চট্টগ্রাম ব্যুরো: বর্ণিল আয়োজনে ঋতুরাজ বসন্তকে বরণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি)। ছাত্রীদের অনেকেই হলুদ রঙের শাড়ি আর খোঁপায় ফুল গুঁজে আসেন ক্যাম্পাসে। ছাত্রদের গায়ে সাদা পাঞ্জাবি।
বসন্তের আগমণে প্রকৃতিতে নতুনের সজীবতা। পাখির ডাক আর ফুলে ঘ্রাণের সঙ্গে বসন্তবরণে মুখর শিক্ষার্থীদের প্রাণোচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস।
উদীচী শিল্পীগোষ্ঠী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের উদ্যোগে ক্যাম্পাসের মুক্তমঞ্চে আয়োজন করা হয় বসন্তবরণ। ‘ডাকে বসন্ত আসি বারবার, গানে গানে আজি খুলে দাও দ্বার’ এই শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশিত হয় বসন্তের গান, নৃত্য ও আবৃত্তি।
উৎসবের প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘অন্যায়, অবিচার সন্ত্রাস ও দুর্নীতিকে রুখে দিতে হবে। অন্ধকারের শক্তিকে নিধন করে আলো জ্বালাতে হবে। দেশ, জাতিকে আলোকিত করতে হবে। আমাদের শিক্ষার্থীরা হাজার বছরের বাঙালি সংস্কৃতি ধারণ ও লালন করে। সারাবিশ্বের কাছে এই সংস্কৃতিকে তুলে ধরতে হবে।’
এসময় আরও উপস্থিত ছিলেন উদীচী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ও গণিত বিভাগের প্রফেসর ড.গণেশ চন্দ্র রায়, চারুকলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক জাহেদ আলী চৌধুরী, উদীচীর সহ-সভাপতি ইউসুফ মুহম্মদ।
সারাবাংলা/এনএইচ