Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্র্যাক ইউনিভার্সিটির নতুন উপাচার্য ভিনসেন্ট চ্যাং


১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:২৪

।। সারাবাংলা ডেস্ক ।।

ঢাকা: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য পদে যোগ দিয়েছেন অধ্যাপক ভিনসেন্ট চ্যাং। এর আগে, তিনি চীনের শেনঝেন-এ অবস্থিত দি চাইনিজ ইউনিভার্সিটি অফ হংকংয়ে প্র্যাকটিসেজ অফ ম্যানেজমেন্ট ইকোনোমিক্স বিভাগে অধ্যাপক এবং ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিবৃতিতে একথা জানানো হয়।

শিক্ষকতা, গবেষণা এবং প্রশাসনে তিন দশকেরও বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে ভিনসেন্টের। অধ্যাপক চ্যাং উচ্চ পর্যায়ে শিক্ষা ও গবেষণা, ফরচুন ৫০০, ওয়াল স্ট্রিট, সিলিকন ভ্যালি ও ব্যবসায় উদ্যোগের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন, পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন সময়ে শীর্ষ পর্যায়ে স্বীকৃতি লাভ করেছেন। এছাড়া, তিনি ওমানের মাসকটে ইউনিভার্সিটি অফ বিজনেস টেকনোলজিতে প্রতিষ্ঠাকালীন প্রেসিডেন্ট এবং পরিকল্পনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মরত ছিলেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) ও যুক্তরাষ্ট্র সরকারের ফেডারেল রিজার্ভ বোর্ডের দায়িত্বপূর্ণ পদে।

তিনি ক্যালিফোর্নিয়া-ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইক্যাপিটাল ফাইনান্সিয়াল, লস এঞ্জেলেসভিত্তিক জেনারেল ব্যাংক, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান জে পি মর্গানের নিউ ইয়র্ক, লন্ডন ও সিংগাপুর অঞ্চল, এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ম্যাকেঞ্জি অ্যান্ড কোং-এর হংকং ও বৃহত্তর চীন অঞ্চলে বিভিন্ন শীর্ষ পদে কাজ করেছেন।

যুক্তরাষ্ট্রের বার্কলেতে অবস্থিত ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্সে অধ্যাপক চ্যাং তার প্রথম পিএইচডি লাভ করেন। দ্বিতীয় পিএইচডি লাভ করেন এমআইটি থেকে অর্থনীতিতে। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুল অফ গভর্নমেন্ট থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর লাভ করেন। তিনি তাইওয়ানের ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

ব্র্যাক ইউনিভার্সিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর