Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর মিউনিখ সফরে যা থাকছে


১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৩৫ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৫৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।। 

ঢাকা : ‘জার্মানীর মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে আলোচনার মধ্য দিয়ে নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয়ে বিশ্বের শক্তিশালী দেশগুলোর অবস্থান ও দৃষ্টিভঙ্গি জানতে পারবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব নিরাপত্তা ব্যবস্থাপণা, বিশ্ব মেরুকরণের মাত্রা ও প্রবণতা সম্পর্কেও ধারণা লাভ করবেন। এই সম্মেলনে অংশ নেয়ার মধ্য দিয়ে আর্ন্তজাতিক অঙ্গণে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালি এবং দেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানীর মিউনিখ সফরের গুরুত্ব বোঝাতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বুধবার (১৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের আমন্ত্রণে আগামী ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানীর মিউনিখ সফর করবেন। এরপর মিউনিখ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, ‘মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ক্লাইমেট চেঞ্জ এস এ সিকিউরিটি থ্রেড’ এবং ‘থেলথ সিকিউরিটি রাউন্ড টেবিল’ শীর্ষক দুইটি সেশনে আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করবেন। এছাড়া প্রধানমন্ত্রী রাষ্ট্র বা সরকার প্রধানদের জন্য নির্ধারিত সেশনসহ অন্য সেশনে রোহিঙ্গা সঙ্কট ও আঞ্চলিক নিরাপত্তার বিষয়েও আলোচনা করবেন।’

‘মিউনিখ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানির চ্যান্সেলর ড. এঞ্জেলা মেরকেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিবেন’, এই তথ্য জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জার্মানি বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী এবং একক দেশ হিসেবে জার্মানী সার্বিকভাবে বাংলাদেশর দ্বিতীয় বৃহত্তম (যুক্তরাষ্ট্রের পরে) এবং ইউরোপে সর্ববৃহৎ রপ্তানি বাজার। চ্যান্সেলর ড. এঞ্জেলা মেরকেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে বিনিয়োগ নিয়ে আলোচনা করবেন। এছাড়া রোহিঙ্গা সঙ্কট নিয়েও আলাপ করবেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এই সফরে বৈশ্বিক প্রতিষ্ঠান সিমেন্স এজি’র গ্লোবাল প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠক হতে পারে। সিমেন্স দেশের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছে। এই সফরে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সারাবাংলা/জেআইএল/জেডএফ

প্রধানমন্ত্রীর মিউনিখ সফর মিউনিখ সিকিউরিটি কনফারেন্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর