‘খালেদা জিয়ার প্রাণনাশের চেষ্টা করছে সরকার’
১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:০৬ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:০৮
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: চিকিৎসা না দিয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রাণনাশের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘সরকার দৈত্যের মতো দেশের জনগণের ঘাড়ের ওপর চেপে বসে যা ইচ্ছে তাই করছে। বিএনপিসহ বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী-সমর্থককে কারাগারে ভরেছে। কারাগারগুলো ধারণ ক্ষমতার ৪-৫ গুন বেশি বন্দিতে বিপর্যয়ের মুখে পড়েছে।’
তিনি বলেন, ‘হাজার হাজার মামলা। লাখ লাখ আসামী। কোন বাছ বিচার নাই। সরকারের সমালোচনা করলেই সে নাশকতার গায়েবি মামলার আসামি। সাধারণ মানুষের এখন নাভিশ্বাস দশা। দেশের গণতান্ত্রিক জনগোষ্ঠীর প্রাণশক্তি বেগম খালেদা জিয়াকে নির্মম মানসিক ও শারীরিক যন্ত্রণা দেওয়া হচ্ছে অন্ধকার কারাগারে।’
জিয়া পরিবারকে ধ্বংস করার হীন চক্রান্ত চলছে অভিযোগ করে রিজভী বলেন, ‘গতকালও বেগম জিয়াকে আদালতে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। এটা ইচ্ছাকৃতভাবেই করা হয়। তাকে চিকিৎসা না দিয়ে প্রাণনাশের চেষ্টা করছে প্রতিহিংসাপরায়ণ সরকার। দেশনায়ক তারেক রহমানকেও মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘২৯ ডিসেম্বর নিশীথ রাতে ভোট ডাকাতি করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী জোট ক্ষমতা দখলের পর তাদের মধ্যে কোনো অনুশোচনা বা আত্মগ্লানি দেখা যাচ্ছে না। বরং তাদের বেপরোয়াভাব সকল সীমা লঙ্ঘন করেছে। তারা একের পর এক লাগামহীন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। মনে হচ্ছে রোজ কেয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকতে চায়।’
ক্ষমতার দম্ভে সরকার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে মন্তব্য করে রিজভী বলেন, ‘জনগণের ভোটাধিকার হরণ করার পর সরকার এখন কি করবে তার দিশা পাচ্ছে না। এখন তারা জিয়াউর রহমান বীর উত্তমকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। শেরেবাংলা নগর থেকে জিয়ার মাজার সরিয়ে ফেলার নীলনকশার পর এবার চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘর দখল করতে মাঠে নেমেছে।
তিনি বলেন, ‘সোমবার মন্ত্রীসভার বৈঠকে শেখ হাসিনার সম্মতিতে ‘জিয়া স্মৃতি জাদুঘর’কে মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘরে রূপান্তরের জন্য প্রস্তাব এনেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তার পরদিনই নামফলক কালি দিয়ে মুছে দিয়েছে ক্যাডার’রা।’
সারাবাংলা/এজেড/জেএএম