খুলনায় সড়ক দুর্ঘটনায় মেডিকেল ছাত্রের মৃত্যু
১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৫৯ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:০৩
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
খুলনা: সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম আকাশ নামে (২২) খুলনা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর রূপসা সেতু বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত আকাশ খুলনা মেডিকেল কলেজের কে-২৫ এর পঞ্চম ব্যাচের ছাত্র। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়।
ওসি শফিকুল ইসলাম বলেন, খুলনা মেডিকেল কলেজের ছাত্র আকাশ নগরীর জিরো পয়েন্টের দিক থেকে রূপসা ব্রিজের দিকে যাচ্ছিলেন। পথে লবণচরা থানার পাশে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। পরে তাকে হাসপাতালে পাঠানোর সময় পথে সে মারা যায়।
সারাবাংলা/এমএইচ