Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক মেয়র খোকার ভাইয়ের বিরুদ্ধে দুদকের মামলা


১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৪৬ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৫০

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: বিএনপি নেতা ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ভাই আনোয়ার হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাতে দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুদকের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান বাদী হয়ে রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেছেন। আনোয়ার হোসেন ২ কোটি ৯১ লাখ ১৫ হাজার ৬৮৩ টাকার সম্পদ অসৎ উপায়ে অর্জন করেছেন। এছাড়া, তিনি ৩২ লাখ ৪৭ হাজার ১৯০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। দুদকে দাখিল করা আনোয়ার হোসেনের সম্পদ বিবরণী যাচাই করে এসব অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। যা দুদক আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

সারাবাংলা/এসজে/জেএএম

দুদক সাবেক মেয়র খোকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর