Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সফর শেষে ঢাকা ছাড়লেন প্রণব মুখার্জি


১৮ জানুয়ারি ২০১৮ ১৫:০০ | আপডেট: ১৮ জানুয়ারি ২০১৮ ১৭:২১

স্পেশাল করেসপন্ডেন্ট

পাঁচ দিনের সফর শেষে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে ঢাকা ছেড়েছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বিদায়কালে ঢাকা সফর প্রসঙ্গে প্রণব মুখার্জি বলেন, ‘আমি রাষ্ট্রপতি পদে যোগ দেওয়ার পর প্রথম বিদেশ সফর ছিল ঢাকা। রাষ্ট্রপতির পদ থেকে বিদায় নেওয়ার পরও প্রথম বিদেশ সফর ঢাকাই হলো। বাংলাদেশের জনগণের সঙ্গে আমার অকৃত্রিম বন্ধুত্ব।’

এর আগে গত ১৪ জানুয়ারি বিকেলে পাঁচদিনের সফরে ঢাকা আসেন প্রণব মুখার্জি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

ঢাকা সফরে ভারতের এই সাবেক রাষ্ট্রপতি তিন দিনব্যাপী ‘আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ১৪২৪’ এর সমপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। এছাড়াও তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি যাদুঘর পরিদর্শন করেন।

নিজের হাতে রান্না করে গণভবনে প্রণব মুখার্জিকে আপ্যায়ন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি আবদুল হামিদও তাঁর সম্মানে আয়োজন করেন ডিনারের।

সফরকালে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রণব মুখার্জিকে সম্মান সূচক ডি-লিট ডিগ্রি প্রদান করে। সফরে এসে তিনি মাস্টার দা সূর্য সেনের চট্টগ্রামের বাড়ি ঘুরে আসেন।

 

সারাবাংলা/জেআইএল/এনএস/এমএ

প্রণব_মুখার্জী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর