বিজিবি-‘চোরাকারবারি’ সংঘর্ষ, গুলিতে নিহত ৩
১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:০১ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৫৮
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ‘গরু চোরাকারবারিদের’ সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে ৩ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ১৬ জন। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হরিপুর উপজেলার বহরমপুর সীমান্তে এ ঘটনা ঘটেছে। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, বহরমপুর সীমান্ত এলাকা দিয়ে দিয়ে গরু চোরাকারবারীরা ভারত থেকে গরু আনে। ওই গরু উদ্ধারে বিজিবি সদস্যরা অভিযানে যায়। এসময় চোরাকারবারীরা বিজিবির ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। বিজিবি সদস্যরাও আত্মরক্ষার্থে গুলি চালায়। এসময় গুলিতে তিনজনের মৃত্যু হয়।
মৃতরা হলেন- বকুয়া ইউনিয়নের রুহিয়া গ্রামে নজরুল ইসলামের ছেলে নবাব (৩০) ও জহিরুলের ছেলে সাদেক মিয়া (৪০) এবং বহরমপুর গ্রামের নূর ইসলামের ছেলে এসএসসি পরীক্ষার্থী জয়নাল।
ওসি আমিরুজ্জামান জানান, বেলা ১১টার দিকে থেকে ১২ টা পর্যন্ত এ সংঘর্ষ হয়। ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সারাবাংলা/ ইউজে/ এমএইচ