Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণ: দুই শ্রমিক দগ্ধ


১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৫০ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:১২

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে গ্যাসের পাইপলাইনে কাজ করার সময় বিস্ফোরণ হয়ে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর চান্দগাঁও থানার সিএন্ডবি টেকের বাজার এলাকার আজগর আলীর ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটেছে।

আহত দুই শ্রমিক হলেন- মো. আইমন (১৮) , মো. সাজ্জাদ (২৪)।

দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া শ্রমিকদের বরাত দিয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে জানান, গ্যাসের পাইপলাইন থেকে ভবনে সংযোগ লাইন টানার কাজের সময় লিকেজ থেকে গ্যাস বিস্ফোরণ হয়। দুপুর সোয়া ১২টার দিকে দুজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দু’জনের অবস্থা গুরুতর বলে বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন এএসআই আলাউদ্দিন।

সারাবাংলা/আরডি/এমএইচ

গ্যাসের বিস্ফোরণ চট্টগ্রাম দগ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর