Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিটিএমসির মাধ্যমে বন্ধ মিলগুলো আবার চালু করা হবে: পাটমন্ত্রী


১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:০১ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:১৭

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের (বিটিএমসি) মাধ্যমে বন্ধ টেক্সটাইল মিলগুলো আবার চালু করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক )

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন (বিটিএমসি) ভবনে এক আলোচনা সভায় মন্ত্রী একথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, সরকারি সহায়তায় হোক কিংবা অন্যকোনো মাধ্যমেই হোক আমাদের টেক্সটাইল মিলগুলো আমরা চালু করব। যার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আগে আমাদের বিদ্যুতের অভাব ছিলো কিন্তু এখন বিদ্যুতের কোনো ঘাটতি নেই। ‍অর্থাৎ নতুন মিল চালু করতে হলে যে বিদ্যুতের দরকার সেটা আমরা দিতে পারব। বন্ধ মিলগুলো চালু করে শিল্পায়নের ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, অব্যবহৃত কোনো জমি থাকবে না। যতো জমি ব্যবহৃত হবে দেশ ততো এগিয়ে যাবে। সুতরাং দেশ এগিয়ে যাচ্ছে নতুন নতুন শিল্প কারখানা সৃষ্টি হচ্ছে। গার্মেন্টস খাত অনেক এগিয়ে গেছে। সামনে আরও এগিয়ে যাবে। এছাড়া, পিপিপি’র (পাবলিক প্রাইভেট পার্টশিপ) মাধ্যমে নতুন টেক্সটাইলগুলো কিভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটার ব্যবস্থা করা হবে। এজন্য সবার পরিকল্পনা এবং সহযোগিতা দরকার।

দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতি দেশের উন্নতিকে ভঙ্গুর করে দেয়। আমাদের মনে রাখতে হবে, দুর্নীতি সমাজকে নষ্ট করে দেয়। কোনো ধরনের দুর্নীতি মেনে নেওয়া হবে না। যারা দুর্নীতি করবে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করা হবে। তাই যারা দুর্নীতিবাজ তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, দুর্নীতির স্থান নেই। কাজ করতে হবে দেশের জন্য, উন্নয়নের জন্য।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/জেএএম

পাটমন্ত্রী

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর