Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুনরাবৃত্তির দিন


১২ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৩২ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৫২
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
মাঝে মাঝে এমন হয়, মনে হয় যেন এই দিনটা আগেও কাটিয়েছি!  সবকিছু ঠিক আগের মতই মনে হয়, নতুন করে কিছুই পাওয়া যায় না। এ দিনগুলোর নাম deja vu, অর্থ পুনরাবৃত্তি দিন।
আমাদের আজকের দিন টা ঠিক কালকের দিনের পুনরাবৃত্তি। আজকে এমন সব হবে যা গতকাল হয়েছে। বাতাস শুষ্ক থাকবে, মেঘ ও সম্ভাবনা থাকবে তবুও মেঘ হবে,  আবার নীল ঝকঝকে আকাশে রোদ ভীষণভাবে ছড়াবে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, রাতেও ঠিক একই রকম একটি ঘটনা ঘটবে।
গত কালকের মত ঠিক আজকেও ঝড়-বৃষ্টি একটি সম্ভাবনা থাকবে। যদি হয়েছে খুব ভালো নয় তো কালকেও সে ঝড় বৃষ্টির সম্ভাবনা নিয়ে আগাতে হবে।
যদিও তিনটি পুনরাবৃত্তি তবুও জীবনটি এক জায়গায় থেমে থাকতে পারবে না। প্রতিদিনের মতো আজও আমাদের সামনে এগিয়ে যাওয়ার চেষ্টার পুনরাবৃত্তি করতে হবে। এই deja vu ভেঙ্গে নতুন স্মৃতি তো তৈরি করতে হবে তাই না?
মঙ্গলময় কাটুক মঙ্গলবার দিনটি।
সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শুটিং খরচ কমালো এফডিসি
১৫ জানুয়ারি ২০২৫ ১৮:০২

আরো

সম্পর্কিত খবর